আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্রাউজার থেকে ওয়েবসাইট ব্লক করবেন।
সব ব্রাউজারেই সাইট ব্লক করার জন্য অনেক ওয়েব আপ্লিকেশন থেকে। যেহেতু আমি গুগল ক্রোম ইউজ করি তাই আমি গুগল ক্রোম দিয়েই সাইট ব্লক করে দেখাবো। প্রায় সব ব্রাউজারেই সাইট ব্লক করার পদ্ধতি একই। সিম্পল সেটিংস, তাই চিন্তার কিছু নেই। আপনি যে ব্রাউজারই ইউজ করুন না কেনো... একটার দেখলে বাকি সবগুলোতেই করতে পারবেন।
প্রথমে settings > extension > get more extensions এ যান। উপরের সার্চবারে siteblock লিখে সার্চ করুন। অনেকগুলো ওয়েব এপ্লিকেশন পাবেন। আপনার পছন্দ মতো একটা ডাউনলোড করে নিন।
প্রথমে settings > extension > get more extensions এ যান। উপরের সার্চবারে siteblock লিখে সার্চ করুন। অনেকগুলো ওয়েব এপ্লিকেশন পাবেন। আপনার পছন্দ মতো একটা ডাউনলোড করে নিন।
এরপর আপ্লিকেশন এ গিয়ে আপনি যে সাইটটি ব্লক করতে চান সেই সাইটের ইউআরএল বা লিঙ্ক এপ্লিকেশনে এড করে দিন।আপনাদের দেখানোর আমি ইউটিউবের লিঙ্ক এড করেছি।
প্রমাণ দেখুন... আমি আর গুগল ক্রোম দিয়ে ইউটিউবে লগ অন করতে পারছি না
আপনি যদি আবার সাইটটি আপনার ব্রাউজারে ওপেন করতে চান তাহলে এপ্লিকেশন থেকে লিঙ্কটি রিমুভ করে দিলেই হবে।
No comments:
Post a Comment