তোমাকে এক টুকরো পাবো বলে
ভাঙা শামুকের খোলে কেটেছি পা
ছাপ্পান্ন হাজার বর্গমাইল রঞ্জিত করে
প্রত্যাবর্তন করেছি প্রণয়ের রাজধানী
এখন ফ্যাকাশে দুহাত পেতে তোমার কাছে
ফিরিয়ে চাই চিমসে ধমনীর অধিকার
তোমাকে একটি বিন্দু পাবো বলে
বাংলার নদী নদে ভাসিয়ে দিয়েছি
জন্ম মথিত মৌলিক কান্না,
দরদর ঝরা ঘামে দেখো দক্ষিণ সাগর
হয়ে গেছে লবণের কারখানা
তোমাকে এক চিমটি পাবো বলে
উনোনের আঁচে সেদ্ধ হচ্ছি যুগ যুগান্তর
জীবনের রকমারি ব্যঞ্জনে রয়ে গেছে অতৃপ্তি
জিভের বিস্বাদে তোমার অসম্পন্নতা
তোমাকে এক মুহূর্ত পাবো বলে
পলক ফেলিনি এযাবতকাল
আমার সকাল সারাবেলা কেটে গেছে
বিষণœ বেহালার ছড়িতে ছিলায় পালক ঘষে
মানুষের ক্ষুদ্র কাটা চোখে অদ্ভুত রকম
স্বপ্ন ধারণ ক্ষমতা, আমার অতটা নেই
শূন্য ভাতের থালায় রোজ বেজে ওঠা
অনাহারক্লিষ্ট করুণ শিশুর আকুতির মতো
আমি শুধু একমুঠো তোমাকে চেয়েছি।
ভাঙা শামুকের খোলে কেটেছি পা
ছাপ্পান্ন হাজার বর্গমাইল রঞ্জিত করে
প্রত্যাবর্তন করেছি প্রণয়ের রাজধানী
এখন ফ্যাকাশে দুহাত পেতে তোমার কাছে
ফিরিয়ে চাই চিমসে ধমনীর অধিকার
তোমাকে একটি বিন্দু পাবো বলে
বাংলার নদী নদে ভাসিয়ে দিয়েছি
জন্ম মথিত মৌলিক কান্না,
দরদর ঝরা ঘামে দেখো দক্ষিণ সাগর
হয়ে গেছে লবণের কারখানা
তোমাকে এক চিমটি পাবো বলে
উনোনের আঁচে সেদ্ধ হচ্ছি যুগ যুগান্তর
জীবনের রকমারি ব্যঞ্জনে রয়ে গেছে অতৃপ্তি
জিভের বিস্বাদে তোমার অসম্পন্নতা
তোমাকে এক মুহূর্ত পাবো বলে
পলক ফেলিনি এযাবতকাল
আমার সকাল সারাবেলা কেটে গেছে
বিষণœ বেহালার ছড়িতে ছিলায় পালক ঘষে
মানুষের ক্ষুদ্র কাটা চোখে অদ্ভুত রকম
স্বপ্ন ধারণ ক্ষমতা, আমার অতটা নেই
শূন্য ভাতের থালায় রোজ বেজে ওঠা
অনাহারক্লিষ্ট করুণ শিশুর আকুতির মতো
আমি শুধু একমুঠো তোমাকে চেয়েছি।
No comments:
Post a Comment